ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কবিতা

বাদল রাতের দয়িতা | আহমেদ রব্বানী

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বাদল রাতের দয়িতা | আহমেদ রব্বানী

বাদল রাতের দয়িতা

শ্রাবণের অঝোরধারায় ভিজব আজ দুজনে
হাওয়ায় হাওয়ায় হারাব অন্যলোকে-
হারানো অতীত
ফেলে আসা কৈশোর ফেরাব আজ এখানে।
আজ এখানে বৃষ্টি নামবে
অঝোরে ঝরবে ঝরঝর- নিরন্তর এ বুকের ভেতর।


তুমি আমি সেই আগের মতোই রয়ে যাব
পুলকিত মনে ভালোবাসা জাগবে- ভোরের রাগিণী হয়ে
স্মৃতিরা না আসুক ফিরে
শুধু বাদল রাতের দয়িতা হয়ে ফিরে এসো তুমি
ফিরে এসো আমার ছোট্টকুটিরে।
এসো যৌবনের মাতাল রঙে হারিয়ে যাই আবার
ভয় কি আর?
তুমি আমি হারাই যদি
বরফগলা শীতল নদীও বয়ে যাবে বহুদূর
থামবে না এ জীবনের কোলাহল, মৌনমুখরতায়
কেটে যাবে নিরবধি।
কর্মব্যস্ত দিন
ভালোবাসার ঋণ- ফুরোবে না এ পথ মরুর।
অনাদিকাল হতে শুরু সেই ইতিহাসের-
যে ইতিহাস শুধুই তুমি আর আমি, আমাদের।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ