চাই সুনসান নীরবতা।
শুধু পাতা ঝরার শব্দ
আর পাখির কাকলি চাই।
বৃক্ষ আর তার ছায়ায় ঢাকা
অনন্ত অসীম গন্তব্যহীন পথ চাই।
কোথাও পৌঁছুবার তাড়া নেই
কোনো গন্তব্যের আকাঙ্ক্ষা নেই।
শুধু ক্লান্তিহীন নির্বিবাদ পথ
যেখানে গতি নেই কাজ নেই, অনেক মত নেই।
নিজেকে প্রমাণ করবার প্রয়োজন নেই
বড় হওয়ার সুতীব্র বাসনা নেই।
আমি সেই পথ চাই।
যে পথে অলস হাঁটব আমি
বাতাস ছুঁয়ে যাবে আমায়
আমার চুল চিবুক আত্মায়
দখিনা বাতাস হারাবে দোল দিয়ে
আমি হাঁটব ক্লান্তিহীন
দুদন্ড জিরোবো গাছের ছায়ায় অমলিন
বাঁশিতে রাখালিয়া বাজাবে রাখাল
আমি হাঁটব পথিক চিরকালীন
বাড়ি ফিরব না, পথ আমারে ডাকে বাজিয়ে বিন।
পথ চির শান্তির পথ স্বাধীন।
আমি গৃহী নই, সন্ন্যাসী নই, শুধু পথিক অর্বাচীন।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসএনএস