আর সূর্যকে হজম করে জন্মান্তর চাই—
অসংখ্য সকাল। হায় রোদ—কুয়াশা মাড়ায়ে
এখনই বাইপাস যুবকে দাঁড়ায়ে মনে পড়ে
যে সরোদ বাদকের অস্থির আঙুলের শিল্পময় কারিশমা
কিন্তু আমি যেন চিরকাল বাঁশি হতে চাই।
ভোরের সড়কে শুয়ে থাকে ধুলো আর গত জীবনের ছাপ
রঙহীন বেয়াড়া ক্যাট—ক্রমেই মেকুর হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এসএনএস