ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

সুফি কবিতা

পরিযায়ী মৃত্যু।। শামীমা সুলতানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
পরিযায়ী মৃত্যু।। শামীমা সুলতানা ...

কেটে যায় বেলা অবিরাম সন্ধ্যা
শুভেচ্ছা পরিপাটি স্বার্থের খেলা
ভালোবাসি ভালোবাসো হয়নি বলা
আকাশ ভরা নক্ষত্ররা আজও ঘুমহারা।

স্বপ্ন দুলে দু'চোখ যার মৃত
বুঝেছে কে এটাই চিরায়ত!
মণিহার নয় একখণ্ড ক্ষুদ্র উপহার
দিও গো প্রিয়!

পরম সুখে আছি জেনো
তবু একপিঠ আমার ছ্যাকা
তোমায় শুধু নিজের মতো যায় না পাওয়া।

দেখো,
প্রতিটি অনুভব আমার কত ক্লান্ত
ঘামে ভরা জীবনের দেহ
হৃদপিন্ডে কেমন চলছে ক্ষরণ
বেশ, ভেবে দেখেছি বহুবার
তার টলমলে উত্তর।

পরিযায়ী মৃত্যু আমায় শুধু
রঙিন কাফন পরিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ