খননে হনন থাকে, সুঁইয়েতে আমার চোখ,
জানি না তুমি নিহত হবে কিনা আমা-দ্বারা!
একদিন ভরাট ছিলে তুমি বর্তমান কালে,
বর্তমান ঘটমান হয় দু’য়ে-দু’য়ে মিলে।
গণিত জানাই ছিল, অ-জানা স্থানীয় মান-
যোগ নয়, ভাগ নয়, শুধু করে গেছি গুণ।
আশা ছিল পাওয়া যাবে এক বৃহৎ গুণফল,
ফল বৃহৎ-ই বটে, যন্ত্রমধ্যেও আঁটে না।
পাশাপাশি এত শূন্য জীবনেও দেখি নাই,
সারি-সারি শূন্য-দল ওড়ে বেলুনের মত।
বলো আজ কার ছিল স্থানীয় মানেতে শূন্য-
বেলুন-বায়ু নিয়ে কে উড়েছিল- তুমি! আমি!
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
জেএম