শত্রুদের সূর্য্য আড়াল করে মৃত্তিকার অস্থি-মজ্জা
দিয়ে গড়েছি প্রেমের মহল, যেখানে পাপ জমছে শিশিরের মতো।
ঘৃণার বিষবাষ্পে নিঃশ্বাসের ফানুস যেখানে অনিঃশেষ-
আমি কখনও এক সমুদ্র মৌনতার বিষে জর্জরিত পন্নগ
ঝলসে যাওয়া চোখে তাক করে আছি- পরাহত দৃষ্টি নিয়ে
কোনো আকাশের হৃদয়ে! কোন ফাল্গুনের রানি হে তুমি
বুকে বেদনার বৈতরণী আর হাতে বসন্তের ফুলেল ঢালা।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এসএনএস