ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

অনিঃশেষ স্বপ্ন | অনিন্দ্য নূর

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
অনিঃশেষ স্বপ্ন | অনিন্দ্য নূর অনিঃশেষ স্বপ্ন | অনিন্দ্য নূর

অনিঃশেষ স্বপ্ন
মৃণালি স্রোতে ঘুমিয়ে আছো হে স্বপ্নহীন, হে তরু!
দু’হাতে রাশি রাশি বিহঙ্গের মৃত ডানার গন্ধ;
অন্ধকার রাত থেকে চুরি করে নিয়েছে ওরা
আমাদের কয়েকটি হিম নক্ষত্রের মৃণালি চোখ।

শত্রুদের সূর্য্য আড়াল করে মৃত্তিকার অস্থি-মজ্জা
দিয়ে গড়েছি প্রেমের মহল, যেখানে পাপ জমছে শিশিরের মতো।
ঘৃণার বিষবাষ্পে নিঃশ্বাসের ফানুস  যেখানে অনিঃশেষ-
আমি কখনও এক সমুদ্র মৌনতার বিষে জর্জরিত পন্নগ
ঝলসে যাওয়া চোখে তাক করে আছি- পরাহত দৃষ্টি নিয়ে
কোনো আকাশের হৃদয়ে! কোন ফাল্গুনের রানি হে তুমি
বুকে বেদনার বৈতরণী আর হাতে বসন্তের ফুলেল ঢালা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ