শিকারীর বিষমাখা তীরের আঘাতে
প্রতিক্ষণ মৃত্যু যন্ত্রণায়
এলোমেলো ছুটে চলা বলাকার
ডানায় ভর করে
এখানে রাত আসে, বিবর্ণ।
তবুও, অবিরত নিজ়েকে মুক্তি দিয়ে
অসীম ভালোবাসার মায়াজ়ালে বন্দি হওয়া!
এ যেন রঙ তুলিতে হৃদয় পটে
কেবলই স্বপ্ন এঁকে এঁকে
কোনো কবির শিল্পী হয়ে ওঠা।
এ জীবন যদি ক্যানভাস হতো
রং-তুলি দিয়ে ইচ্ছেগুলো এঁকে নিতাম।
ইচ্ছেগুলো কইতো কথা
আপন ভাষায় আপন রঙে…
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসএনএস