পাপের জন্য মাফ চাও,
কান্না করো মন প্রাণ,
যেভাবে কান্নায় মত্ত
চেরাপুঞ্জি অবিরাম।
সোহেল! মুয়াজ্জিনের,
“আস্ সলাতু...মিনান নাউম”,
ঢুকে না তোর কানে?
তাহলে রইল কি আর,
তোর ইমানের মানে?
ইমান আকিদা শক্ত কর
সময় বড়ই অল্প।
সোহেল থেকে আমির বাদ হতে,
তাঁর চোখের পলকই যথেষ্ট।
।