ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

আমির থেকে ফকির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
আমির থেকে ফকির

লোভকে চাপা দাও

হিমালয়ের নিচে।

অহংকার গুঁড়ো করো

হাতুড়ি পিটিয়ে।

পাপের জন্য মাফ চাও,

কান্না করো মন প্রাণ,

যেভাবে কান্নায় মত্ত

চেরাপুঞ্জি অবিরাম।

সোহেল! মুয়াজ্জিনের,

“আস্ সলাতু...মিনান নাউম”,

ঢুকে না তোর কানে?

তাহলে রইল কি আর,

তোর ইমানের মানে?

ইমান আকিদা শক্ত কর

সময় বড়ই অল্প।

সোহেল থেকে আমির বাদ হতে,

তাঁর চোখের পলকই যথেষ্ট।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ