ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

এ যাত্রায় বেঁচে গেলে ǁ মাসুদুর রহমান মান্না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এ যাত্রায় বেঁচে গেলে ǁ মাসুদুর রহমান মান্না

এ যাত্রায় বেঁচে গেলে
চলে যাব মায়ের কোলে
কতদিন আমি দেখতে পাইনি মায়ের মুখখানি
ওই চাহনির প্রশান্তিতেই জুড়াবে বদন খানি

এ যাত্রায় বেঁচে গেলে
ফিরব আবার তেঁতুলতলে।
কতো কবিতা শেষ করেছি তোমার প্রশংসায়
আবার আমি রইব বসে দিনরাত অপেক্ষায়

এ যাত্রায় বেঁচে গেলে
কাটবে বিকেল ব্যাটে আর বলে
বন্ধুরা সব মাতব আবার সেই পুরনো খেলায়
কাটবে সময় সিনেমাতে অথবা কোনো মেলায়

এ যাত্রায় বেঁচে গেলে
তোমার হাতে হাতটি রেখে
দুইজনে দুই রেললাইন ধরে হাঁটব বহুদূর
তোমার সাথেই বাঁধব আবার আমার প্রাণের সুর

এ যাত্রায় বেঁচে গেলে
মেয়েটাকে কোলে তুলে
বলব ‘সোনা, ডিভাইস রেখে খেল আমার সাথে’
চলে গেলে সময়, পুড়তে চাই না অন্তর-যাতনাতে

এ যাত্রায় বেঁচে গেলে
বাঁচব এবার হেসে খেলে
অস্থিরতা, ব্যস্ততা সব দূরে রেখে
সুখ কুড়াতে চাই সবার মুখের হাসি দেখে

এ যাত্রায় বেঁচে গেলে
বদভ্যাস সব গেল বলে
সবার মানা উপেক্ষাতে দুখিয়েছি সবার মন
এবার সব শুনব এবং রাখব মনে, কেমন!

এ যাত্রায় বেঁচে গেলে
আবার মানুষ হবার দলে
মানুষ হয়ে সবার পাশে থাকব প্রয়োজনে
নইলে বলো, মানুষ হবো আমরা কতোক্ষণে 

এ যাত্রায় বেঁচে গেলে
ভিড়ব আমি সত্যের দলে
মিথ্যা কথার ফুলঝুড়িতে যুগিয়েছি যাদের মন
ক্ষমা চেয়ে সত্যের পথে, সত্যকে করি আপন

এ যাত্রায় বেঁচে গেলে
অসৎ পথের কামাই ভুলে
কারও উপর করব না আর জুলুম অত্যাচার
সঠিক পথের মানুষ হয়ে রুখব ভ্রষ্টাচার।

এ যাত্রায় বেঁচে গেলে
দুর্নীতিকে গিয়ে ভুলে
নীতির পথে অটল থেকে গড়ব দেশ আবার
নীতির প্রতিষ্টায় ভুলে যাব তিনি কে বা কার।

এ যাত্রায় বেঁচে গেলে
সঠিক পেশার সঠিক কাজে
করব নিজেকে নিয়োজিত ভুলে গিয়ে ব্যবধান
সঠিক সময়ে সঠিক কাজে রাখব অবদান।

এ যাত্রায় বেঁচে গেলে
বাঁচব আবার নতুন করে
নতুন মানুষ হয়ে আমি নতুন পৃথিবীতে
তুমিও কি থাকবে, বলো, থাকবে আমার সাথে?

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ