ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরার দুই ইউনিয়নের চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
সাতক্ষীরার দুই ইউনিয়নের চেয়ারম্যান গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিএনপির নেতা ও একাধিক নাশকতা মামলার আসামি।

এছাড়া ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক জামায়াত নেতা। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

তাদের গ্রেফতারের বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে ধানদিয়া ইউনিয়নের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, জাহাঙ্গীর আলম পরিষদে কর্মরত ছিলেন। দুপুর ১টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল তাকে নিয়ে যায়।

অপরদিকে ইসলামকাটি ইউনিয়নের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যান গোলাম ফারুক পরিষদে বসে মিটিং করছিলেন। এসময় সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ছোট ভাই সুমন বলেন, আমার ভাই ইউনিয়ন পরিষদে বসে কাজ করছিলেন। দুপুরে কয়েকজন এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পরিষদ থেকে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। খবর পেয়ে আমরাও ওই মাইক্রোবাসের পিছু নেই। তাকে সাতক্ষীরা ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তার সঙ্গে আমরা এখনো দেখা করতে পারিনি।  

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।