ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির মহাসমাবেশ সমাবেশে পরিণত হয়’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
‘বিএনপির মহাসমাবেশ সমাবেশে পরিণত হয়’ কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসমাবেশ সমাবেশে পরিণত হয়। আর আমাদের সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, বিএনপি ১৩ বছরে ১৩ মিনিটও রাজপথে দাঁড়াতে পারেনি। এখন শেখ হাসিনা উদার হয়েছেন। সবাইকে কর্মসূচি পালনের সুযোগ করে দিয়েছেন। সেজন্য বিএনপি ১০ ডিসেম্বরের হাঁক-ডাক দিচ্ছে। বিএনপির আগুন সন্ত্রাস, লাঠির বিরুদ্ধে এবার খেলা হবে। ভোট চুরি, ভোটার জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে।

ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, অনেকে অমুক ভাই, তমুক ভাইকে মেন্টেইন করে। মেন্টেইন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার সততা-সাহস। ডিসিপ্লিন মেন্টেইন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসকেবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।