ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতাকে না পেয়ে ছেলেকে আটক করার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
বিএনপি নেতাকে না পেয়ে ছেলেকে আটক করার অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় রবিকে বাসায় না পেয়ে তার ছোট ছেলে প্রীতমকে (২০) বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ২টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা রবি।

রবি জানান, রাতে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই থেকে তিনশ সদস্য বাড়ি ঘিরে ফেলে। এ সময় তারা বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে শুরু করেন। বাসায় তল্লাশি চালিয়ে সেখানে আমার সন্ধান না পেয়ে আমার ছোট ছেলে প্রীতমকে ধরে নিয়ে চলে যায় পুলিশ। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার করেন তারা এবং আমার বাড়িঘর ভাঙচুর ও ঘরের সব কিছু তছনছ করেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।