মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি ও তার সঙ্গীরা যখন ক্ষমতায় ছিল মানিকগঞ্জের কোনো উন্নয়ন হয়নি। এ অঞ্চলে পাকা রাস্তা ছিল না, বাসা-বাড়িতে বিদ্যুৎ ছিল না।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের মুক্তিযুদ্ধের বিজয়মেলা মাঠে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ষড়যন্ত্র করছে কারা, যারা এ দেশের স্বাধীনতা চায় নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বিএনপি-জামায়াত জোট শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল। তারা পুনরায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। সেজন্য আমাদের সবাইকে সব সময় সজাগ থাকতে হবে।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্যমন্ত্রী ও সম্মানিত জাতীয় পরিষদের সদস্য জাহিদ মালেক, সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দূর্জয়, মমতাজ বেগম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনকে সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালামকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
আরআইএস