ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি যতই হুঙ্কার দিক, জীবনেও ক্ষমতায় আসতে পারবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
‘বিএনপি যতই হুঙ্কার দিক, জীবনেও ক্ষমতায় আসতে পারবে না’

বাগেরহাট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, বিএনপি যতই হুঙ্কার দিক, বাংলাদেশের মানুষ এক থাকলে তারা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না। ওদের সেই জোর নেই, ওদের পায়ের নিচে মাটি নেই।

ওদের নেতা তাকের জিয়া নাকি ১১ তারিখ দেশে আসবে। কই ১১ তারিখ তো পার হয়ে গেছে, তারেক তো পালিয়ে আছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া ফুটবল মাঠে শিবপুর ও হিজলা ইউনিয়নের অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল বলেন, তারেক জিয়া মুচলেকা দিয়ে বিদেশে গেছে। আবার খালেদা জিয়ার নামে যে মামলা, সে মামমলাতো খালেদা জিয়ার নিজের লোকেরাই দিয়ে গেছে। মইনুল বুবু বলে খালেদা জিয়াকে সালাম করত, সেই বুবুকেই মইনুল মামলা দিয়ে গেছেন। এ মামলা তো আওয়ামী লীগ দেয়নি। এখানে আওয়ামী লীগের দোষ কী। আপনাদের কাছে আমার একটা অনুরোধ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের মাঝে রয়েছে। তার নেতৃত্বে দেশ চলছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আগামীতেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, সহ-সভাপতি তাইজুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক পীযুষ রায়, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাদশা মিয়া, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর উকিল।

এদিন চিতলমারী উপজেলার চরচিংগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে অসহায় শীতার্তদের মাঝে ৭ হাজার কম্বল বিতরণ করা হয়।

এছাড়া সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন রহমতপুর ফাজিল মাদ্রাসার নবনির্মিত ভবন, মৈজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও উপজেলা আনসার ব্যারাক উদ্বোধন করেন। সেই সঙ্গে হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।