ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

৭ বছর পর কক্সবাজার আওয়ামী লীগের সম্মেলন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
৭ বছর পর কক্সবাজার আওয়ামী লীগের সম্মেলন 

কক্সবাজার: টানা ৬ বছর ১০ মাসের বেশি সময় পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আজ।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজারের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এ অনুষ্ঠান চলছে।

সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি থাকবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।  

এছাড়াও অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্যরা উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে ২০১৬ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সাড়ে আট মাস পর ১৩ অক্টোবর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেন দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।  

ওই সম্মেলনের মধ্যদিয়ে মনোনীত সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বাধীন কমিটি প্রায় পাঁচ বছর দায়িত্ব
পালনের পর দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে ওই কমিটিতে পরিবর্তন আসে। দলীয় প্রধান শেখ হাসিনা ২০২০ সালের ২৫ নভেম্বর জেলা কমিটির সভাপতি সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক করেন। সিরাজুল মোস্তফার স্থলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় অনুমোদিত
জেলা কমিটিতে সহ-সভাপতির তালিকায় থাকা ফরিদুল ইসলাম চৌধুরীকে।

 এবারেও সভাপতি সম্পাদক পদে একাধিক ব্যক্তির নাম মাঠে শোনা গেলেও সভাপতি- সম্পাদক নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও দলের প্রধান শেখ হাসিনা ঠিক করে দেবেন এমন আশাই করছেন দলীয় নেতা কর্মীরা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২ 
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।