ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

ঢাকা: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।  

বেলা ৩টায় সমাবেশ শুরু হলেও দুই ঘণ্টা আগে থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছে মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ইউনিট আওয়ামী লীগের নেতারা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সাবেক বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ 'বিএনপি-জামায়াতের সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।

মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু।

ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ, মিরপুর থানা আওয়ামী লীগ মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।