ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

ফরিদপুর: আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল হক টুলু, বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে, বিএনপির নেতৃবৃন্দ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি জানান।  

তারা বলেন, এই স্বৈরাচারী সরকার বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রাকে আজ দুর্বিষহ করে তুলেছে। সাধারণ মানুষ আজ ঘরে-বাইরে নিরাপত্তহীনতায় ভুগছে। তাই অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে সরকার যদি পদত্যাগ না করে বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।