ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি খায়রুল, সম্পাদক সোহেল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি খায়রুল, সম্পাদক সোহেল

ঢাকা: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে সহিদুল্লাহ খান সোহেল মনোনীত হয়েছেন।

একইসঙ্গে নোয়াখালী জেলা থেকে একরামুল করিম চৌধুরী এমপি-কে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।  

এছাড়া ৪ সদস্যের কমিটির অপর মনোনীত দুই নেতা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সদস্য পদে একরামুল করিম চৌধুরী এমপি।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২  
এনবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।