ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
ফেনীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

ফেনী: ফেনীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টায় শহরের বড় মসজিদ সংলগ্নে জেলা ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দীন মামুনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।

সমাবেশে বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এম এম কায়সার এলিন, সাবেক ছাত্রনেতা জেলা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কপিল উদ্দিন মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, সাইফুল ইসলাম জিকু, ফেনী পৌর ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম পাভেল, ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম, সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়খ মাইনুল ইসলাম, সোনাগাজী পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকু, ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউছুফ, সদস্য সচিব কাজী আব্দুল আলীম বাবু, ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজী নয়ন, ছাগলনাইয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল বাবলু, সদস্য সচিব গাজী ইকবাল।

সমাবেশে জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক হামিদ বেগ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাফায়ত হোসেন নাদিম, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ওমর গনি মুন্না, জেলা ছাত্রদলে সদস্য আরাফাত হোসেন, আরমান হোসেন, ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন, নিরান, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।