ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে র‍্যালি

নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে আনন্দ র‍্যালি করেছে জেলা ও মহানগর ছাত্রলীগ। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় এ কর্মসূচি পালন করে জেলা ও মহানগর ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা চাষাঢ়া থেকে র‍্যালি বের করে এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ করে। পরে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।