ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভিডিও ভাইরাল, ঢাকা দক্ষিণ আ.লীগের নেতাকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
ভিডিও ভাইরাল, ঢাকা দক্ষিণ আ.লীগের নেতাকে অব্যাহতি

ঢাকা: সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডের জন্য ঢাকা নগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দন রিয়াজ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারার ক্ষমতা বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের জন্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি এফএম শরিফুল ইসলামের একটি ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  এ বিষয়টি জানার পর তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এসকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।