ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঞ্চ ভেঙে আহতদের প্রতি ছাত্রলীগের সমবেদনা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
মঞ্চ ভেঙে আহতদের প্রতি ছাত্রলীগের সমবেদনা  ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মঞ্চ ভেঙে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) আয়োজিত শোভাযাত্রার আগে অনুষ্ঠিত বক্তব্য প্রদান পর্বে মঞ্চ ভেঙে পড়ে। এতে আহত হন ৮ জন।

সেদিনের ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সমবেদনা জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মূহুর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ ঘটনায় আহত জাতীয় নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতাকর্মী, সংবাদ মাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।

বিবৃতিতে ছাত্রলীগ আরও বলে, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আদর্শিক মনোবল নিয়ে সম্পূর্ণ সুষ্ঠুভাবে শোভাযাত্রাটি শেষ করেছে, সেই শক্তিই আগামী দিনের পথচলার প্রেরণা। সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতে আরও যত্নশীল ও সতর্ক থাকার শপথ গ্রহণ করছে।

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে ছাত্র-তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ছাত্রলীগ পথ চলবে বলেও জানায় সংগঠনটি।  

শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতিতে ছাত্রলীগ বলেছে, শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতি তাদের অভূতপূর্ব প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে অশুভ-অসুর-অন্ধকারের শক্তি ও সন্ত্রাসী-খুনী-জঙ্গিবাদের দোসরদের বিরুদ্ধে ইস্পাত-দৃঢ়ভাবে লড়ে যাওয়ার অঙ্গীকার বাংলাদেশ ছাত্রলীগকে মুগ্ধ করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এনবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ

welcome-ad