ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
নারায়ণগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত এবং তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট হাইওয়ে এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন।  

এ সময় তিনি বলেন, এ সরকার তারেক রহমানকে ভয় পায়। সে কারণেই তারেক রহমান ও তার সহধর্মিণীর নামে আদালত এমন ফরমায়েশি আদেশ দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এ আদেশ প্রত্যাহার করতে হবে নয়তো যুবদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

তিনি আরও বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান না খেয়ে না ঘুমিয়ে এ দেশের মানুষের জন্য কাজ করছেন। তার নামে কত মামলা হচ্ছে, যেগুলোর কোন ভিত্তি নেই। এ সরকার তাকে ভয় পেয়ে তাকে নির্বাসনে রেখেছে। আমরা তারেক রহমানকে এদেশে ফিরিয়ে আনবো।

এ সময় জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, শাহাদাৎ, রাজীব, সোহেল, রাজীব সরকার, শরীফ, খাইরুলসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ