ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হলেন রকিবুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হলেন রকিবুল

ঢাকা: দীর্ঘ ছয় বছর পর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্র নেতা রকিবুল ইসলাম বকুল।  

রোববার (৮ জানুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রের ক্ষমতা বলে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম বকুলকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন।  

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, ২০০৯ সালের কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এনি। ২০১৬ সালের কমিটিতে এই পদটি খালি ছিল। দীর্ঘ ৬ বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সময়োপযোগী একটি পদক্ষেপ নিলেন।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
এমএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।