ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কেডি ঘোষ রোডে বিএনপি ও উমেশ চত্বরে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
কেডি ঘোষ রোডে বিএনপি ও উমেশ চত্বরে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান

খুলনা: সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি হিসেবে আগামী বুধবার (১১ জানুয়ারি) পালন হবে গণঅবস্থান কর্মসূচি।  

বেলা ১১টা থেকে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালন করবে খুলনা জেলা ও মহানগর বিএনপি।

খুলনায় বিভাগীয় গণঅবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি থাকবেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,
বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডসহ সাবেক সংসদ সদস্য ও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত থাকবেন। বিকেল ৩টা পর্যন্ত কে ডি ঘোষ রোডে এ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

এদিকে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন জোট গণতন্ত্র মঞ্চও পৃথকভাবে পালন করবে এ কর্মসূচি। আগামী বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পালিত হবে নতুন এ মোর্চার কর্মসূচি।

গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. লোকমান হাকিম, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, নাগরিক ঐক্য’র নগর আহবায়ক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, ভাসানী অনুসারি পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।