ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে ওবায়দুল কাদেরের পথসভা রোববার

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
সৈয়দপুরে ওবায়দুল কাদেরের পথসভা রোববার

নীলফামারী: আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পথসভা অনুষ্ঠিত হবে নীলফামারীর সৈয়দপুরে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের ফাইভ স্টার মাঠে সভাটির আয়োজন করা হয়েছে।

দেশের ঐতিহাসিক রাজনৈতিক দলের তিনবারের সাধারণ সম্পাদকের সভা আয়োজনে মাঠের প্রস্তুতি চলছে। চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা।

সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা। পথসভা শেষে শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হবে। একইসঙ্গে উত্তর জনপদে দলের পক্ষ থেকে কম্বল বিতরণ শুরু হবে।

সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠ প্রস্তুত আছে, সাউন্ড সিস্টেম আনা হয়েছে রংপুর থেকে। পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।