ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ আ. লীগের প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ আ. লীগের প্রতিবাদ সমাবেশ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ আ. লীগের প্রতিবাদ সমাবেশ। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: জঙ্গিবাদ, নৈরাজ্য, অপপ্রচার ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।  

সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।

 

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা,ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।  

এর আগে রাজধানীর মতিঝিল, খিলগাঁও ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল করে বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হন। সমাবেশ থেকে বিএনপি ও জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
ইএসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।