ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জিএম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় শিল্পী দেবিকা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
জিএম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় শিল্পী দেবিকা 

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বাচিক শিল্পী, অনুষ্ঠান উপস্থাপক ও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য দেবিকা বন্দোপাধ্যায়।  

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপি উপস্থিত ছিলেন।  

সৌজন্য সাক্ষাতে বন্ধু প্রতীম ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়। সুষ্ঠু ধারার সংস্কৃতি চর্চায় গুরুত্ব আরোপ করেন তারা। অনির্ধারিত মনোজ্ঞ এক আবৃত্তি অনুষ্ঠানে বিমোহিত হয়েছেন সবাই। দুই বাংলার বাচিক শিল্পীদের অনন্য উপস্থাপনা মুগ্ধতা ছড়িয়েছে তখন। অতিথিদের ক্রেস্ট ও সম্মাননাপত্র দিয়ে সম্মান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি।  

এ সময় ভারতীয় দূতাবাসের প্রটোকল অফিসার কবি ইফফাত রুপা জামান, বিশিষ্ট লেখিকা আফরোজা খানম তন্দ্রা ও কবি আবিদ হোসেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন উপস্থিত ছিলেন।    

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসএমএকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।