ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টিতে যোগ দিলেন ডা. জাহিদুল বারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
জাতীয় পার্টিতে যোগ দিলেন ডা. জাহিদুল বারী

ঢাকা: সাবেক শিক্ষাবিদ অধ্যাপক এম এ বারীর ছেলে বিশিষ্ট চিকিৎসক ও আন্তর্জাতিক স্বাস্থ্যবিজ্ঞানী ডা. জাহিদুল বারী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানী কার্যালয়ে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর কাছে ফুলের তোড়া দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ ভাসানী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ সোবহান, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, নির্বাহী সদস্য কাজী মামুন, ড. জাফর সিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।