ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দেড় মাস কারাভোগের পর জামিন পেলেন কৃষকদল নেতা লিটন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
দেড় মাস কারাভোগের পর জামিন পেলেন কৃষকদল নেতা লিটন

ময়মনসিংহ: ময়মনসিংহে ছয়টি মামলায় দেড় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন (লিটন আকন্দ)।  

রোববার (২২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন।

 

জামিনে বের হওয়ার পর বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর রাতে নগরের আমলাপাড়া থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সাবেক ছাত্রনেতা লিটন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আদালত সবক’টি মামলায় লিটনের জামিন মঞ্জুর করেছেন। সর্বশেষ রোববার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়ও জামিন লাভ করায় তিনি করাগার থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।