ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেট বিএনপির সমাবেশ বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
সিলেট বিএনপির সমাবেশ বুধবার

সিলেট: যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী (২৫ জানুয়ারি) গণতন্ত্র হত্যা দিবস। দিবসটিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বুধবার বেলা আড়াইটায় নগরের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে আম্বারখানা পয়েন্টে গিয়ে শেষ হবে।

উক্ত কর্মসূচিতে সিলেট জেলা ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, সকল উপজেলা, পৌর ও মহানগরীর ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এনইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ