ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ কমিটি ঘোষণা

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  

বুধবার (২৫ জানুয়ারি) রাতে সংগঠনের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ কমিটি অনুমোদন দেন।

 

৩১ সদস্য বিশিষ্ট এসব কমিটিতে একজন আহ্বায়ক ও ১৩ জনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে তিন জনকে স্বাক্ষর ক্ষমতা দেওয়া হয়েছে।  

ঘোষিত কমিটিতে-
উত্তরা পূর্ব থানা কমিটির আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক এসএ মনির হাসান ভূইয়া, শহিদুল ইসলাম সুমন; আদাবর আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, আবুল কালাম আজাদ; বাড্ডার আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বাবু, এমদাদুল হক এমদাদ; বনানীর আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ইমাম হোসেন নুর; ভাষানটেক আহ্বায়ক কাদির মাহমুদ, যুগ্ম আহ্বায়ক খন্দকার ইব্রাহীম খলিল, রেজা নুর সেলিম (সেলিম রেজা); বিমানবন্দর আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, আসলাম হোসেন; দক্ষিণখান আহ্বায়ক মোতালিব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, আমিরুল ইসলাম বাবলু; দারুস সালাম থানার আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, যুগ্ম আহ্বায়ক আরিফ মৃধা, আবু সায়েম মন্ডল; গুলশানের আহ্বায়ক দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন মামুন, শাহাজাহান কবির; হাতিরঝিলের আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ খান, সফিউদ্দিন শাহীন মাহমুদ; কাফরুল থানার আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি; ক্যান্টনমেন্ট থানার আহ্বায়ক এ্যাড. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ বাবুল, মিয়াজ উদ্দিন; খিলক্ষেত থানার আহ্বায়ক হাজী এস. এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সোহরাব খান স্বপন, মোবারক হোসেন দেওয়ান; মিরপুরের আহ্বায়ক হাজ্বী আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু, আবুল বাশার ভূইয়া; মোহাম্মদপুর আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ (এনায়েত), অ্যাডভোকেট সারোয়ার হোসেন; পল্লবীতে আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, আশরাফ গাজী; রামপুরার আহ্বায়ক হেলাল কবির হেলু, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ভূইয়া, রেজাউল করিম (বড় মিয়া); হৃপনগর আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, আলী আহম্মেদ রাজু; শাহআলী থানার আহ্বায়ক এস. এম কায়সার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান, সোলায়মান দেওয়ান; 

শেরে-বাংলা নগর থানার আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান চৌধুরী নাইম, তোফায়েল আহম্মেদ; তেজগাঁও শিল্পাঞ্চল আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম মন্টু, রহমত উল্ল্যাহ; তেজগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক মিরাজ হায়দার আরজু, হাফিজুর ইসলাম কবির; তুরাগ থানার আহ্বায়ক আমান উল্লাহ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, জহিরুল ইসলাম; 

উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, আলাউদ্দিন আহম্মেদ; উত্তরা পহৃর্ব থানার আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক এস. এ. মনির হাসান ভূইয়া, শহিদুল ইসলাম সুমন; উত্তরখান থানার আহ্বায়ক রফিকুল ইসলাম (রফিক মেম্বার), যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বেপারী, রফিকুল ইসলাম সরকার মুকুল; ভাটারা থানায় আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ও ফরিদ আহম্মেদ টিটুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।