ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা মতিন স্মরণে মিলাদ ও দোয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
বিএনপি নেতা মতিন স্মরণে মিলাদ ও দোয়া

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর ও ছাত্রনেতা আতিকুল ইসলাম মতিন স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি।  

শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ আসর রাজধানীর বছিলার মোল্লা বাড়ী বড় মসজিদে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

মিলাদ ও দোয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান,  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ  বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোয়াজ্জেম হোসেন মতি, মহানগর সদস্য সোহেল রহমান, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, ইউসুফ, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসীম, আদাবর থানা বিএনপির আহ্বায়ক নাসির আহমেদ, মোহাম্মদপুর থানা বিএনপিরর আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সারোয়ার হোসেন সাকিফ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসহাক, যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনা, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ ও সাধারণ সম্পাদক ওসমান রেজা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির মো. কফিল উদ্দিন কফিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সব স্তরের নেতাকর্মীরা অংশ নেন।  

উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির এ নেতা ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২০ জানুয়ারি ইন্তেকাল করেন। এরপর তিন দফা জানাজা শেষে ২১ জানুয়ারি বাদ আসর মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।