ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ 

পাবনা: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা বিএনপি।  

মিছিলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তোলা হয়েছে।

 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের গোপালপুরের জেলা পাড়ার পাবনা জেলা বিএনপির পুরোনো কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।  

মিছিলটি পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রবেশ করে। এসময় ইন্দিরা মোড় ও ট্রাফিক মোড় হয়ে চাপা মসজিদ এবং বড় বাজার হয়ে আবারও জেলা বিএনপির পুরোনো কার্যালয়ে গিয়ে শেষ হয়।  

মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সব উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা শিমুল বিশ্বাসের মুক্তিসহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।  

‘মুক্তি মুক্তি মুক্তি চাই, শিমুল বিশ্বাসের মুক্তি চাই’, ‘জেলের তালা ভাঙব, শিমুল বিশ্বাসকে আনব’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘এবার গুলি চালালে, আমরাও চালাব’ ইত্যাদি স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।  

পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন - জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক  আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, ফরিদপুর উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আতাইকুলা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি।  

এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাম মোল্লা, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ, টুটুল বিশ্বাস, অ্যাডভোকেট নাজমুল হাসান শাহিন, মুসাব্বির হোসেন সন্জু, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক  আহসান হাবীব, সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমাম রন্জু, জেলা যুবদলের আহ্বায়ক  হিমেল রানা, জেলা মৎসজীবী দলের সভাপতি আজম প্রাং, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২৮,  ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ