ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘রাজনৈতিক জেদাজেদি গণতান্ত্রিক সংস্কৃতিকে গিলে খেয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
‘রাজনৈতিক জেদাজেদি গণতান্ত্রিক সংস্কৃতিকে গিলে খেয়েছে’

ঢাকা: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, দেশের রাজনীতি কঠিন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। জনকল্যাণ সর্বপ্রকার রাজনীতির মূলমন্ত্র হলেও বর্তমান রাজনীতি এখন ভিন্ন চেহারায় দৃশ্যমান।

রাজনীতির প্রতি তরুণ-যুবক শ্রেণির অতীতে যে আগ্রহ দেখা যেত, সাম্প্রতিক সময়ে সে ধারায় ছন্দপতন ঘটেছে। অবাঞ্ছিত রাজনৈতিক জেদাজেদি গণতান্ত্রিক সংস্কৃতিকে গিলে খেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুরস্থ মাহবুব আলী ইনস্টিটিউটে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ এসব কথা বলেন।

অনুষ্ঠাতে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শায়খুল হাদিস জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান এস এম ফরিদ উদ্দীন, আল্লামা কাজী জসিম উদ্দিন, সালাহ উদ্দীন লতিফী, অ্যাডভোকেট একরামুল হক।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।