ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

‘বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
‘বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই’

দিনাজপুর: এতিম-জনগণের টাকা আত্মসাতের মতো অপকর্মের কারণে বিএনপির আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা প্রসাশনের ব্যবস্থাপনায় দিনাজপুর একাডেমি স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, বিগত ১৪ বছরে শীত, বন্যা, করোনাসহ যেকোনো বিপদে বিএনপি জনগণের পাশে দাঁড়ায়নি। ক্ষমতায় থাকার সময়েও তারা জনগণের উন্নয়নে কোনো কাজ করেনি। তারা তো এতিমের টাকা আত্মসাৎকরেছে, হাওয়া ভবন তৈরি করেছে। দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে।

হুইপ আরও বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপির মতো প্রতিহিংসার রাজনীতি করে না। দল মত নির্বিশেষে সরকার সবাইকে করোনার ভ্যাকসিন দিয়েছে। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুলসহ সব বিএনপি নেতারাও এ ভ্যাকসিন নিয়েছেন। নৌকায় ভোট দিয়ে জনগণ আবারও প্রধানমন্ত্রীকে জয়ী করবে।

পরে উপস্থিত ৬০০ শীতার্তকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে দিনাজপুর জিলা স্কুল মাঠে আরও ৬০০ শীতার্তকে কম্বল বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম এমপি।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মমিনুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট ও সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।