ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অবৈধ সংসদ বাতিল করতে হবে: গয়েশ্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
অবৈধ সংসদ বাতিল করতে হবে: গয়েশ্বর

খুলনা: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অবৈধ সংসদ বাতিল করতে হবে। দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নতুন নির্বাচন কমিশন করতে হবে।

তাদের ঘোষিত তফসিলে আগামী নির্বাচন হবে। এ সরকারকে ক্ষমতা থেকে নামানো আমাদের নৈতিক দায়িত্ব।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনায় বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে গ্যাস বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিষ্ট সরকারের পতনসহ ১০ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) সারা দেশের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।

নগরীর কে ডি ঘোষ রোডে জেলা পরিষদ ও কেসিসি মার্কেটের সামনের সড়কে স্থাপিত মঞ্চে দুপুর সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেহেদী আহমেদ রুমী, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যাপক সোহরাব উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ তথ্য গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, যশোরের আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, সাহারুজ্জামান মোর্তজা, সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী আলাউদ্দীন, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, মেহেরপুর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আবুল হোসেন আজাদ, সাতক্ষীরা আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, বাগেরহাটের আকরাম হোসেন তালিম, যশোরের দেলোয়ার হোসেন খোকন, নড়াইল সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, আয়েশা সিদ্দিকা মানি, খান রবিউল ইসলাম, ফরিদা ইয়াসমিন রুনু, বাগেরহাটের এম এ সালাম, চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, যশোরের সদস্য সচিব সাবেরুল হক সাবু, ঝিনাইদহের সাইফুল ইসলাম ফিরোজ, কুষ্টিয়ার ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও মেহেরপুরের জাভেদ মাসুল মিল্টন প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু ও মহানগর যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। সমাবেশে কোরআন তেলাওয়াত করেন জেলা ওলামা দল সভাপতি মাওলানা ফারুক হোসেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহীর, যুগ্ম আহবায়ক সৈয়দা রেহানা ঈসা, স্বেচ্ছাসেবক দল জেলা সভাপতি শেখ তৈয়েবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল, যুবদলের মহানগর সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, মহিলা দলের মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, খুলনা জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, শ্রমিক দল মহানগর সভাপতি মো. মুজিবর রহমান, কৃষক দল জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, কৃষক দলের মহানগর সভাপতি আক্তারুজ্জামান তালুকদার সজীব, শ্রমিক দল জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।