ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দায়িত্বে ফিরলেন জিএম কাদের, রংপুরে মিষ্টি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
দায়িত্বে ফিরলেন জিএম কাদের, রংপুরে মিষ্টি বিতরণ

রংপুর: জিএম কাদের জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ফিরে পাওয়ায় রংপুর শহরে মিষ্টি বিতরণ করা হয়েছে।   রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীতে মিষ্টি বিতরণ করেন জাপা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের জাপা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে এখন থেকে দলের কার্যক্রম পরিচালনা করতে তার আর কোনো বাধা থাকল না।

এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে মিষ্টি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাপার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, মহানগরের সহ-সভাপতি লোকমান হোসেন, জাতীয় ছাত্র সমাজের মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।