ঢাকা: দীর্ঘ দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
তাদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা।
গত বছরের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে খন্দকার আবু আশফাককে গ্রেফতার করে পুলিশ। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে অনেকে এখনও কারাগারে রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এমএইচ/আরবি