ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবে বিএনপি

ঢাকা: বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গৌরবময় সেবার ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করেছে। নানা আনুষ্ঠানিকতায় শনিবার (১১ ফেব্রুয়ারি) উদযাপিত হবে ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠা দিবস।

ডিএমপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ বছর যোগ দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধিদল।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৩টায় রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেবে। ওই দলে থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলানিউজকে বলেন, আমি গত সাত বছর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বে আছি। এ সাত বছরে আমার জানা মতে ডিএমপির কোনো প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত কার্ড দেওয়া হয়নি। এ বছর দাওয়াত কার্ড পেয়েছি এবং আমাদের দলের দুই নেতা বরকত উল্লাহ বুলু ও ব্যারিস্টার কায়সার কামাল ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ যাবৎ গত ১৪ বছরে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি দাওয়াত পেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শায়রুল কবির খান বলেন, আমার জানা মতে এবারই প্রথম দাওয়াত কার্ড পেয়েছে বিএনপি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।