ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শনিবার মহানগরে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
শনিবার মহানগরে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি কথা বলছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি উদ্বোধনের আগে সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ কর্মসূচিতে সব দলের নেতাকর্মীকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

একই দিনে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের পৃথক পৃথক পথযাত্রা কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।