ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শুরু  ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে পদযাত্রা শুরু হয়েছে।

মহানগর উত্তর বিএনপি আয়োজিত শ্যামলী ক্লাব মাঠ থেকে রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়।

পদযাত্রা শিয়া মসজিদ হয়ে আদাবর গিয়ে শেষ হবে।

পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান।

উপস্থিত রয়েছেন বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক, ইকবাল হাসান মাহমুদ টুকু, আব্দুল আউয়াল মিন্টু, হাবিবুর রহমান হাবিব ও আমিনুল ইসলাম।

এর আগে পথযাত্রা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে রোববার দুপুর থেকেই বিএনপি নেতাকর্মীরা শ্যামলী ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় হাজির হন। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
টিএ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।