ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুর জেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
জামালপুর জেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ঢাকা: জামালপুর জেলা জাতীয় পার্টির (জাপা) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।  

রোববার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জাপা চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল-মাহমুদকে সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. জাকির হোসেন খানকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা জাপার ১২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।  

কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোস্তফা আল মাহমুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মীর সামসুল আলম লিপ্টন, মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক, একেএম হামিদ উল্লাহ, মোহাম্মদ আব্দুস সাত্তার, একেএম নেওয়াজ আলী, মো. ইয়াসিন আলী আকন্দ, মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মানিক, মো. মোখলেছুর রহমান (বস্তু), মো. জিল্লুর রহমান বিপু, আরিফুল হাসান পাভেল, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আবু বক্কর বারেক, মো. হারুন-অর-রশীদ, মো. আক্তার হোসেন, মো. জাকিউল ইসলাম কোহিনুর, মো. আব্দুর রাজ্জাক মাস্টার, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, মো. মামুনুর রশীদ, আব্দুল মালেক, আনোয়ার হোসেন সেলিম, হযরত আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহমুদউল্লাহ, মো. জিয়াউর রহমান, মো. সুরুজ্জামান সুরুজ, রাশেদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, জুয়েল সরকার, অর্থ সম্পাদক মো. শাহজাদা চৌধুরী, যুগ্ম অর্থ সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম প্রচার সম্পাদক মো. আলী আজগর, দপ্তর সম্পাদক মো. আকরাম হোসেন।

অন্যান্য সম্পাদক ও সদস্যদের নাম পরবর্তীকালে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসএমএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।