ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সুলতান সালাউদ্দিন টুকু ও আবদুল মোনায়েম মুন্না: ফাইল ফটো

ঢাকা: সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠনের ৯ মাস পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি পেলো জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপি মহাসচিব এই কমিটি অনুমোদন দিয়েছেন।

গত বছরের ২২ মে টুকুকে সভাপতি ও মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। ওই আংশিক কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এবং ২ নম্বর যুগ্ম সম্পাদক গোলাম মওলা শাহিন।

নতুন কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি ২৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৫ জন, সহ-সাধারণ সম্পাদক ২৫ জন,সহ-সাংগঠনিক সম্পাদক ২৫ জন, সদস্য ৭৫ জন ছাড়াও রয়েছে সম্পাদকীয় পদে নেতারা।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এমএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।