গোপালগঞ্জ: গোপালগঞ্জের সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদ (ইউএনও) নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বোড়াশী ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চত করেছেন।
তিনি বলেন, বোড়াশী ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এম এম মনির আহমেদ ননী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিমন মোল্লার সমর্থকদের মধ্যে প্রচার প্রচারণা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেঁধে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। স্থানীয়রা আহত এম এম আকাশ আহমেদ (২৩), মো. জিকরুল কাজী (৫০), মো. সিমন মোল্যা (২৫), মো. আওলাদ আলী শেখ (৭২), বিপ্লব শেখ (২২) ও কলম শেখকে (৫০) গোপালগঞ্জ সদর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত অন্য দু’জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত করেছে।
আগামী ২০ মার্চ বোড়াশী ইউনিয়নসহ ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসআরএস