ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঘাটাইলে আ. লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ঘাটাইলে আ. লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঘাটাইল বাসট্যান্ডে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

এদিকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার কারণে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন ও সাইফুর রহমান মিঞ্জু, আনেহলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তালুকদার মোহাম্মদ শাজাহানসহ পদ বঞ্চিত অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বক্তারা অবিলম্বে নতুন কমিটি বাতিল করে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন দিয়ে পুনরায় কমিটি গঠনের দাবি জানান।

এর আগে গত ৬ জানুয়ারি শহিদুল ইসলাম লেবুকে সভাপতি এবং আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।