ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসতে হবে: নানক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
বিএনপিকে ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসতে হবে: নানক

ঢাকা: বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রের পথ ছেড়ে বিএনপিকে গণতন্ত্রের পথে আসতে হবে।

নির্বাচন ছাড়া কোনো সরকারকে ক্ষমতাচ্যুত করা যায় না।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুরে আদাবর থানা আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, পিছিয়ে পড়া বাংলাদেশকে শেখ হাসিনার সরকার এগিয়ে নিয়ে এসেছে। আর বিএনপি আন্দোলনের নামে বারবার জ্বালাও পোড়াও করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, বিএনপি দেশবিরোধী অনেক ষড়যন্ত্র করেছে, তারেক রহমান লন্ডনে বসে আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে।

আপনারা বলেছিলেন ১০ ডিসেম্বরের পরে দেশ খালেদার নির্দেশে চলবে তা হয়নি এখনো শেখ হাসিনার সরকারের নির্দেশেই দেশ চলছে।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ১৪ বছর আগের মুখ থুবড়ে পড়া দেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি এখন আমাদের গণতন্ত্র শেখাচ্ছে। তাই বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসতে হবে। নির্বাচনের পথে আসুন। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।