ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ঢামেকে আহতদের পাশে ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ঢামেকে আহতদের পাশে ছাত্রলীগ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত রোগীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢামেক ছাত্রলীগ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতারা রোগীদের রক্তদান ও প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢামেকের সামনে আহতদের সেবায় বুথ স্থাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

সভাপতি সাদ্দাম হোসেন বলেন, যে কোন মূল্যে আহতদের সেবায় সর্বদা পাশে থাকবে ছাত্রলীগ। ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগসহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখায় অনেক ইন্টার্ন চিকিৎসক ও ছাত্র আছেন। তারা রোগীদের সর্বোচ্চ সেবা দেবেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত হাসপাতালে আনা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরিত ভবনের নিচতলায় স্যানেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস ছিল।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ