ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে তুলে নেওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার সংগঠন।

বুধবার (৮ মার্চ) যুবদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন বাংলানিউজকে বলেন, মোনায়েম মুন্নাকে ডিবি পুলিশ নিয়ে গেছে।

তিনি জানান, বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুন্না।  

শবে বরাত উপলক্ষে রোজা রাখায় বাসায় ইফতার করার জন্য যাচ্ছিলেন মুন্না। বিকেল ৫টার দিকে শহীদবাগের বাসার সামনে পৌঁছালে সাদা পোশাকের ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এমএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।