ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আন্দোলনের জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
আন্দোলনের জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত

ঢাকা: চলমান আন্দোলনকে আরও বেগবান করতে বিএনপির সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়েছে দলটি।  

এ উপলক্ষে শনিবার (২৫ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সমন্বয় সভায় ঢাকা মহানগর দক্ষিণ দলের যুগ্ম আহ্বায়ক আ ন ম. সাইফুল ইসলাম বলেন, আওয়ামী সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য ঢাকা মহানগরীর নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

আগামীতে সরকারবিরোধী যেকোনো আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা রাজপথে তার প্রমাণ দেখাবে।

আজ দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের সমন্বয় ও ইফতার প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে আ ন ম সাইফুল ইসলাম এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানার এ সমন্বয় সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মো. ফরহাদ হোসেনসহ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সব স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ